চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, সংসদে গেলে প্রথমে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখবো। আগে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। ভবিষ্যতেও শিক্ষার মানকে উন্নত করতে প্রয়াস চালিয়ে যাবো। চুনতির উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাবো। তিনি গতকাল সোমবার লোহাগাড়ার চুনতি ইউনিয়নে উঠান বৈঠককালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা নায়েবে আমির হাফিজুল হক নিজামী, চুনতি ইউনিয়ন আমির মাওলানা সলিম উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











