আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে হাটহাজারীতে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা অনেকেই বিভিন্ন দায়িত্ব পালন করবেন। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রেখে যেন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোট প্রদানে ভূমিকা রাখার পাশাপাশি নিজেরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান।












