সংরক্ষিত কাউন্সিলরের বিরুদ্ধে আইন অমান্য করে সনদ ইস্যুর অভিযোগ

স্থানীয় সরকার বিভাগে কাউন্সিলরের চিঠি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর আইন অমান্য করে ওয়ারিশ সনদ, জাতীয়তা সনদ, পারিবারিক সনদ, মৃত্যু সনদপত্র ইস্যু করছেন অভিযোগ করে গতকাল স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেদ ইকবাল বাবু। চিঠি দেয়ার বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন তিনি। তিনি দাবি করেন, স্থানীয় সরকার
(সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা মোতাবেক পরিচালিত হয়। আইনের ০৩ ও ০৪ নং ধারায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণের দায়িত্ব ও কার্যাবলী সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন-০১ (১, ২ ও ৩ নং ওয়ার্ড) এর মহিলা কাউন্সিলর আইন অমান্য করে নিজের ইচ্ছেমতো জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, ভূমিহীন সনদ ও মৃত্যু সনদসহ বিভিন্ন ধরনের জাতীয় জনগুরুত্বপূর্ণ সনদ প্রদান করছেন, যা সম্পূর্ণভাবে অবৈধ। এমন কার্যকলাপের কারণে জালালাবাদ ওয়ার্ডে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আইনের ৫ এর (গ) ধারায় কোনো কাউন্সিলর নিজ বাসভবনে কার্যালয় স্থাপন না করার বিধান থাকলেও সংরক্ষিত কাউন্সিলর তা উপেক্ষা করে নিজ বাসভবনেই কার্যালয় স্থাপন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধশূন্যরেখায় গোলাগুলি রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে : স্বরাষ্ট্রমন্ত্রী