সংযুক্ত যমজ দুই ভাই পেলেন সরকারি চাকরি বেতনও ২ জনের

| শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

শরীর জোড়া লাগা অবস্থায় জন্ম হয়েছে সোহনা ও মোহনা সিং-এর। এভাবেই কেটে গেছে ১৯টি বছর। জীবিকার তাগিদে চাকরির জন্য মুখিয়ে ছিলেন তারা। এবার তাদের স্বপ্নের চাকরি মিলেছে ভারতের পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডে (পিএসপিসিএল)। খবর বাংলানিউজের।
জানা গেছে, ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়া হয়েছে তাদের। একজনের কাজ করলেও তাদের দুজনকে বেতন দেওয়া হবে। সোহনা বলেন, এটা ছিল স্বপ্নের চাকরি। আমাদের মেধার মূল্যায়ন করার জন্য পাঞ্জাব সরকারকে ধন্যবাদ। ইলেকট্রনিক্সের ওপর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছেন সোহনা। চাকরি হওয়ার কারণে তারা এখন মাসে ১০ হাজার রুপি করে বেতন পাবেন। যদিও চাকরিটি হয়েছে সোহনার নামে। তারা কন্ট্রোল রুমে থেকে কাজ করবেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থব্যবস্থা ও অভিশপ্ত পাচার অপসংস্কৃতি
পরবর্তী নিবন্ধতিয়েনআনমেন গণহত্যার ২ ভাস্কর্য সরিয়ে ফেলা হলো