সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচনের দাবিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’র উদ্যোগে এক পতাকা মিছিল আজ রোববার বিকাল সাড়ে ৩টায় আগ্রাবাদ বাদামতলীস্থ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বিপরীতে আগ্রাবাদ কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে বড়পুল মোড়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হবে। পতাকা মিছিলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।