মার্কিন জনগণের কাছে নিজেদের জনপ্রিয় হিসেবে উপস্থাপন করতে বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম বদলে নতুন শিরোনাম লেখার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা দলের বিরুদ্ধে। খবর বিডিনিউজের।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হ্যারিসের প্রচারণা দল গুগল সার্চের বিজ্ঞাপনে রয়টার্স, সিবিএস নিউজ ও সিএনএন–এর মতো সংবাদ সংস্থাগুলোর খবরের শিরোনাম ও নিবন্ধের বর্ণনায় হেরফের করেছে বলে উঠে এসেছে সংবাদ সাইট অ্যাক্সিওস–এর এক বিশ্লেষণে। গুগলের অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টার–এর তথ্য অনুসারে, এ ধরনের বিজ্ঞাপন ডনাল্ড ট্রাম্পের প্রচারণা দল করছে না। তবে, এগুলো স্পন্সরড বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত হওয়ায় সরাসরি সার্চ ইঞ্জিনের নীতিমালা লঙ্ঘন নয়।