সংঘর্ষে আহত ব্যক্তিদের পাশে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

চসিক নির্বাচন

| বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ১০:০৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিয়েছে যুব রেড ক্রিসেন্টের সদ্যসরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রসের (আইসিআরসি) সহযোগিতায় ফাস্ট এইড ইন আদার সিচুয়েশন অব ভাইলেন্স (ওএসভি) কর্মসূচির আওতায় এই জরুরি সেবা দেওয়া হয়। নগরীর বিভিন্ন সংঘাতময় স্থান- লালখানবাজার, পাহাড়তলী, আমবাগানসহ বিভিন্ন এলাকায় সংঘাতময় পরিস্থিতিতে যুব স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে সেবা প্রদান করেন। কার্যক্রম সার্বিকভাবে বাস্তবায়ন করার লক্ষে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন, পর্যবেক্ষণ এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আনোয়ার আজম। কার্যক্রমের ৪টি টিমে নেতৃত্ব প্রদান করেন মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, শাফকাত জাহান, ইসমাইল হক চৌধুরী ফয়সাল ও জনি চৌধুরী। কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি মেগাপ্রকল্প ঘিরে চকরিয়ায় হবে বাইপাস সড়ক
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ