সংঘপ্রিয় বড়ুয়া

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:১২ পূর্বাহ্ণ

রাউজান বিনাজুরী ইউনিয়নের তিন মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া বাধ্যক্ষজনিত রোগে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেছেন। গতকাল শুক্রবার বিকালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

তিনি ১৯৯১ সাল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালন করে আসছিলেন। তিনি দুই ছেলে ও চার কন্যা সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর চকপেন্সিল ইংলিশ স্কুলে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধছেনোয়ারা বেগম