জন্মস্থান চুরুলিয়ার সংগ্রহশালায় রাখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘জগৎতারিণী’ ও ‘পদ্মভূষণ’ পদক দুইটি আসল নয় বলে অভিযোগ এসেছে তার পরিবারের পক্ষ থেকে। সংগ্রহশালা থেকে আসল পদক দুটি নিয়ে সেখানে সেগুলোর রেপ্লিকা রাখা হয়েছে বলে জানিয়েছেন কবির ভাতিজা কাজী রেজাউল করিম এবং তার মেয়ে সোনালি কাজী। নজরুলের পরিবারের দুই সদস্যের দাবি, দুই দশক আগে ‘জগৎতারিণী’ ও ‘পদ্মভূষণ’ পদক দুটি কবির প্রয়াত পুত্রবধূ কল্যাণী কাজী এসে সংগ্রহশালা থেকে নিয়ে গেছেন। তাদের অভিযোগ, আসল পদক নিয়ে তারা (কল্যাণী কাজীর পরিবার) সংগ্রহশালায় দুটি রেপ্লিকা বসিয়ে দিয়ে গিয়েছেন। খবর বিডিনিউজের।
পদক দুটি কল্যাণী কাজীর পরিবারের কাছেই আছে বলেও জানান তারা। কবির ‘কারার লৌহকপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে বিতর্ক–সমালোচনার মধ্যে তার পদক নিয়ে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।
জাতীয় স্বার্থে নজরুলের ‘জগৎতারিণী’ ও ‘পদ্মভূষণ’ পদক দুটি চুরুলিয়ার সংগ্রহশালায় ফিরিয়ে আনার দাবি করেছেন কবি পরিবারের সদস্যরা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণী কাজীর ছেলে কাজী অনির্বাণ।
নজরুলের জন্মস্থান ভারতের বর্ধমানের চুরুলিয়ায় তার একটি সংগ্রহশালা রয়েছে। সংগ্রহশালায় কবির খাট বিছানা থেকে শুরু করে তার ব্যবহৃত গ্রামোফোন, পোশাক, পান্ডুলিপিসহ নানা কিছু রাখা আছে। সে সবের সঙ্গে আছে ভারত সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘জগৎতারিণী’ পদক।
সোনালি কাজীর দাবি, বেশ কিছুদিন আগে নিউ জার্সিতে একটি প্রদর্শনীতে কাজী নজরুলের ওই পদক দুটি তিনি দেখেছেন। ব্যক্তিগত স্বার্থে কেউ ব্যবসা করার জন্য পদকগুলি চুরুলিয়া থেকে নিয়ে গেছে, ভাষ্য সোনালির।












