সংগীতের শক্তি জাতি ঐক্যের অনুপ্রেরণা

সুরানন্দ’র সনদ বিতরণে বক্তারা

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

সুরানন্দ শিশুদের সংগীত জগৎ এর বার্ষিক সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুপম দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মিন্টু চৌধুরী, অধ্যাপক ডা. দীপন বৈদ্য, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, এস প্রকাশ পাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক বৈশাখী নাথ। বক্তারা বলেন, সংগীত মানব জীবনকে সমৃদ্ধ করে, আত্মবিশ্বাস ও শক্তি যোগায়। সুরের ভেলায় ভাসে মানবতা এবং মানুষ সংগীতের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পায়। সংগীতের সুরে বাঙালির ইতিহাস বেঁচে থাকে এবং এটি সমাজে পরিবর্তন আনতে সহায়তা করে। গান ও সুর জীবনকে আনন্দময় করে তোলে এবং মানবতার জয়গান গায়। সংগীতের শক্তি জাতি ঐক্যের অনুপ্রেরণা। শিশুকিশোরদের মনোজগতের বিকাশে সুরানন্দ চট্টগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সাংস্কৃতিক পর্বে নৃত্যময়ী একাডেমির পরিচালক সৌরভী নাথের নির্দেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ফ্রি খৎনা সেবা
পরবর্তী নিবন্ধমাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের দোয়া মাহফিল