চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রাচীনতম সংগীত প্রতিষ্ঠান আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ ও সুরতীর্থের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী গতকাল সোমবার ভোর ৬টা ১৫ মিনিটে বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী গীতা দস্তিদার, চার সন্তান হিমাদ্রী, নীলাদ্রী, সুমাদ্রী ও শেষাদ্রী, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান। সোমবার দুপুর ১টায় বলুয়ারদিঘী অভয়মিত্র মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সঙ্গীত সাধনায় ৬৫ বছর বয়সে তার নিজ হাতে গড়া অনেক সংগীত প্রতিষ্ঠান, শিল্পী ও ছাত্র–ছাত্রী রয়েছে। আর্য্য সংগীত সমিতি, বাগীশ্বরী সংগীতালয়, সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠ, অদিতি সংগীত নিকেতন, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠসহ অসংখ্য প্রতিষ্ঠান তার মৃত্যুতে শ্রদ্ধার্ঘ ও শোকবাণী প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।