সংখ্যালঘুরা যাতে নিরাপদে ভোট প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করুন

মোহরায় অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

৫নং মোহরা ওয়ার্ডে রাধা গোবিন্দ মন্দির আয়োজিত অন্নকূট উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, আমরা এদেশের নাগরিক। নাগরিক সেবা আমাদের সাংবিধানিক অধিকার। কারো দয়া বা করুণায় নয়। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান আগামী নির্বাচন সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে, নিঃসংকোচে, নিরাপদে ভোট প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করুন।

এতে বিশেষ অতিথি ছিলেন, নঈম উদ্দিন খান ও শুভ্রদেব কর।

সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি মতিলাল দেওয়ানজী। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা সভাপতি নিউটন কুমার মজুমদার। আশীর্বাদক ছিলেন মোহরা রাধা গোবিন্দ মন্দির অধ্যক্ষ গৌর হরিদাস ব্রহ্মচারী। অতিথি ছিলেন, প্রিয়তোষ ঘোষ, সমীরণ দাশ, রানা মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুখের সময়েই দুঃখের শুরু হারালেন অনেক কিছু
পরবর্তী নিবন্ধরাশিয়ান ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি হলেন ড. ইউনূস