সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াহত হোসেন বলেছেন, তাদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ–ইসকনের বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ইসকন পরিচালিত অনেক মন্দির রয়েছে। ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে বিভিন্ন জেলায় হিন্দু মন্দির এবং হিন্দুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর রয়েছে। হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ–বিক্ষোভ আয়োজন করা হয়েছে। প্রতিবাদ এসেছে হিন্দুদের বিভিন্ন পর্যায়ের সংগঠনের তরফ থেকেও। এবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে ইসকন তাদের বক্তব্য তুলে ধরল। সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং থানাগুলোতে কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। সেখানে কোনো বিভেদ ছিল না। আমরা কোনো মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী। খবর বিডিনিউজের।
বৈঠকে সত্য রঞ্জন বাড়ৈ ইসকন প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টার প্রতি অনুরোধ রাখেন। সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন প্রণয়ন, মনিটরিং সেল গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, মন্দিরের জন্য সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানসহ আট দফা প্রস্তাবনা পেশ করেন ইসকন প্রতিনিধিরা।