সংক্রমণ বাড়ায় লকডাউনে চীনের শিয়ান

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কোভিড-১৯ রোগী সংখ্যা বাড়তে থাকায় চীনের এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর শিয়ানের কর্তৃপক্ষ শহরের ভেতর চলাফেরা এবং বাইরে বের হওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। খবর বিডিনিউজের।
১৭ ডিসেম্বর থেকে টানা ছয়দিন শহরটিতে স্থানীয়ভাবে সংক্রমিত ও উপসর্গ আছে এমন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে। সব মিলিয়ে শিয়ানে ৯ থেকে ২২ ডিসেম্বরের মধ্যেই স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। অবশ্য চীনের বাইরে অন্যান্য প্রাদুর্ভাবের ক্ষেত্রে যে পরিমাণ রোগী দেখা যাচ্ছে, তার তুলনায় এই সংখ্যা অনেক কম। শহরটিতে এখন পর্যন্ত কারও দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
কোথাও হালকা প্রাদুর্ভাব দেখা দিলে, সেখান থেকে ভাইরাস যেন অন্যত্র ছড়াতে না পারে তা নিশ্চিতে বেইজিংয়ের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে শিয়ানের কর্তৃপক্ষও এমন সব পদক্ষেপ নিয়েছে, যা বাসিন্দাদের শহরটির বাইরে যাওয়া কষ্টসাধ্য করে তুলেছে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বেড়া দেওয়ার পাকিস্তানি উদ্যোগে বাধা তালেবানের
পরবর্তী নিবন্ধপাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণে নিহত ১