চট্টগ্রামে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যুব সমাজকে সঠিত ধারায় পরিচালিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনি আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। জাতির দুর্বিপাকে, সংকটে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দক্ষিণ জেলা যুবলীগ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার সংগঠনের ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, দিদারুল ইসলাম চৌধুরী, মাহবুবুর চৌধুরী, মর্তুজা কামাল মুন্সী, শহীদুল ইসলাম, মো. সোলেমান, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, মো. আবদুল মান্নান, নাজিম উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, অরূপ সেন, জান্নাতুল ফেরদৌস, সাইফুল হাসান, রাজু দাশ হিরো, বেলাল হোসেন মিটু, আবিদ হোসেন, হাসান উল্লাহ চৌধুরী, ওচমান আলী, মাকসুদ মাসুদ, হাসান মাহমুদ, হেলাল উদ্দীন টিপু, দেলোয়ার হোসেন খোকা, সাইফুল ইসলাম চৌধুরী, এম নুরুল হুদা চৌধুরী, জগদীশ চৌধুরী ঘোষ, সুপ্রিয়া, অ্যাড. আব্দুল্লা আল বেলাল, সাইফুল ইসলাম সাইফু, ইঞ্জিনিয়ার অমল রুদ্্র, জিয়াউল হক লিটন, এসডি মুজিব, রেজাউল করিম শাকিল, ডা. নারায়ণ নাথ, জিয়াউল হক লিটন, অর্ক মিত্র, হোসাইন রহমত উল্লাহ প্রমুখ।
প্রেসক্লাবে আলোচনা সভা : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আলোচনা সভা, কেক কাটা, গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও অধ্যাপক পারভেজের সঞ্চালনায় সভায় দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অসামপ্রদায়িক গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। বক্তব্য দেন, নায়েবুল ইসলাম ফটিক, ওয়াহিদ মুরাদ রাসেল, আনিসুর রহমান লিটু, মোহাম্মদ নূর, মোহাম্মদ মহিউদ্দিন, মারুফ আহমেদ সিদ্দিকী, লোকমান হোসেন, নুরুল ইসলাম রাসেল, মো. ইমতিয়াজ বাবলা, রাইহান নেওয়াজ সজিব, মো. ইকবাল হোসেন, এম রাশেদ চৌধুরী জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, হাবিব মিয়া, সাজ্জাদ জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, কাজি আরিফ, মো. কায়সার, মো. নুর, শোয়েব, স্বপন, বিকাশ, তন্ময়, শুভ, মামুন, সাগর, নুর এলাহি সানি, আবু নাছের জুয়েল, ইলিয়াছ সিকদার, ইব্রাহিম খলিল সাদ্দাম প্রমুখ।
শুলকবহর : যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ষোলশহর রেল স্টেশনস্থ দলীয় কার্যালয়ে ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এস এইচ রিপনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, খোরশেদ আলম বাপ্পী, হাসানুর রহমান, জহিদুল ইসলাম খোকন, এ বি সিদ্দীক এরশাদ, প্রমুখ।
ফিরিঙ্গী বাজার : প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিরিঙ্গীবাজার যুবলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপন ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসান মুরাদ বিপ্লব। খোরশেদ আলম রহমানের সভাপতিত্বে ও ফজলে হাসান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন মো. জুবায়ের কাকী, মিজানুর রহমান, তাজউদ্দিন রিজভী প্রমুখ।
৪৩ নং আমিন শিল্পাঞ্চল: যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকারের নেতৃত্বে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল যুবলীগের দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমদ সুজন, ইসলাম হোসেন রনি, শিবলু আহমেদ জামাল, ইমদাদুল হক বাকের, আব্দুল কাদের, সোহেল রানা, বাদশা, পলাশ, আজম, সৌরভ হোসেন, আব্দুল বাতেন, হোসেন হাজারী, নয়ন, আওলাদ, নবী, মাঈন উদ্দীন সাগর, নুর নবী খন্দকার আকাশ, সুজন গাজী, সাইফুল, এম.এন. মহিউদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
লালখান বাজার : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালখান বাজার ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ে আলোচনা সভা শেখ মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এপিপি অ্যাডভোকেট আবদুল্লাহ হাসান পিকু।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাতা শেখ মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, র্যালি ও আলোচনা সভা করে দিনের কর্মসূচি শেষ করে। উপজেলার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব। বক্তব্য দেন, আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, বি এম জসিম উদ্দিন হিরু, জসিম উদ্দিন, আবদুল লতিফ, মুছা আলম খান, মফজ্জল হোসেন, সারজু মো. নাছির, সওকত হোসেন, সুমন দে, নাছির উদ্দিন, প্রকাশ শীল প্রমুখ।
জালালাবাদ ওয়ার্ড বঙ্গবন্ধু যুব পরিষদ : ২নং জালালাবাদ ওয়ার্ড বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজাউল আলম রিপনের সভাপতিত্বে ও শফিউল আলম শফির পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নং জালালাবাদ ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী হাজী ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন যুবলীগ নেতা ঈসমাইল চৌধুরী, আফনান মাহমুদ চৌধুরী, সোহেল, মান্নান, হোসেন। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এম আর এ রিদয়, কামরুল ইসলাম বাবু, ইফতেখারুল ইসলাম সুজন, তানজীল, কৃষ্ণ রোহান, সেলিম উদ্দিন, রাজু, সাহেদ, ইমদাদুল ইসলাম আসিফ, আরাফাত হোসেন আলভী, শরীফ মালেক বাবু, রাকিব, আলামীন, রাব্বি, দীপ্ত, রানা, তসলিম, আরিফ, বাবু, ওয়াজেদ, মাহিদ, সজীব, অসীম সৌরভ প্রমুখ।
৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগ : যুবলীগের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে খুলশী থানা ও ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন। বুধবার নাসিরাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে ওষুধ ও মাঙ বিতরণকালে বক্তব্য রাখেন-মহানগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রুবেল, সাবেক ছাত্রনেতা শাহেদুল আলম অপু, মহানগর যুবলীগ নেতা শাহাজান হামেদী, মামুনুর রশিদ মামুন। আরো বক্তব্য রাখেন সাইমা রহমান, পারভীন আক্তার, ঝরনা বেগম, আয়শা বেগম, নুর জাহান, আসমা বেগম, রুখিয়া বেগম, নাসনীন বেগম, নাসিমা বেগম, আয়শা বেগম, মুনতাসির আহম্মেদ, তাওসিব মিয়া, নিয়াজ মোরশেদ, রাবসানুল হক মামুন, শাকিল আহম্মেদ, মো. হোসেন, সাইফুদ্দিন আহম্মেদ, নয়মুদ্দিন শেখ প্রমুখ।
সাতকানিয়া উপজেলা যুবলীগ : সাতকানিয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌরসভা যুবলীগ। গতকাল বুধবার উপজেলা যুবলীগের সভাপতি একেএম আসাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল আলম সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, আবদুল গফুর, সাইফুল ইসলাম সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, মামুনুর রশিদ মামুন, মিঠুন নাথ, আব্দুল গণি, আব্বাস উদ্দিন ইকবাল, মহিউদ্দিন সোহেল, মো. আব্বাস, মুস্তাফিজুর রহমান, মোর্শেদুল আলম, এইচ আর জাবের, আজিম উদ্দিন আজিম, নাজিম উদ্দিন সুজন, রুবেল পলক, আবু তৈয়ব, মামুনুল হক, আনিসুল হক বাবুল, আনোয়ারুল ইসলাম হাসান, মফিজুর রহমান কুতুব, মোহাম্মদ ইউনুছ, এসআই রনি, মো. ফোরকান, এমরান মীর।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, আবদুল খালেক চেয়ারম্যান, মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কৃষ্ণপ্রসাদ ধর, রাজু দাশ হিরু প্রমুখ।
কর্ণফুলী: পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সোলায়মান তালুকদারের সভাপতিত্বে ও সেলিম হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চেয়ারম্যান, আবদুল মান্নান প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চন্দনাইশে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার বাদামতল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মো. তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ ও জাগির হোসেন সওদাগর প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দক্ষিণ পাহাড়তলী: ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আহম্মদ নুরের সভাপতিত্বে মো. লোকমান হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাফর আলম চৌধুরী। বক্তব্য দেন, মো. মইনুদ্দিন, সামশুল আলম, মান্নান ফেরদৌস, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মালেক প্রমুখ। সভা শেষে কেক কাটা হয়।
বাঁশখালী: বাঁশখালী প্রতিনিধি জানান, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। পৌরসভা যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহর সভাপতিত্বে ও আবু রাশেদ মুনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, নাছির উদ্দিন, আবুল কালাম, মিজান সিকদার, ফরিদুল আলম প্রমুখ।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন, কেলুমং মারমা, ওমর ফারুক প্রমুখ।
সাতকানিয়া : সাতকানিয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌরসভা যুবলীগ। গতকাল বুধবার এ কে এম আসাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুতুব উদ্দিন চৌধুরী। সাইফুল আলম সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ শাহজাহান, আবদুল গফুর, সাইফুল ইসলাম সুমন।
দুস্থদের মাঝে খাবার বিতরণ : যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা এম এ রহিমের পক্ষ হতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-রফিকুল আলম, আবু তাহের, মোহাম্মদ আজিজ খান, মাসুদুর রহমান, শাহরিয়ার হান্নান আসিফ, ইঞ্জিনিয়ার রক্তিম রঞ্জন নাথ, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।