বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী নির্বাচনে নিজেই ড্রাইভার নিজেই প্রার্থী মনে করে নির্বাচনী ট্রেনকে নিজেই এগিয়ে নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহাদাত বরণ করা নেতৃবৃন্দ মুসলিম বিশ্বের অফার পাওয়া সত্ত্বেও জীবনের মায়া ত্যাগ করে এই দেশকে ভালোবেসে এ মাটিতেই জীবন দিয়েছেন, অপরপক্ষে একটি দলের সকল জনশক্তি ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম এই নির্বাচন হবে দেশবাসীর মুক্তি ও আগ্রাসনের বিরুদ্ধে গণরায়। লেভেল প্লেন ফিল্ড নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ প্রেমিক ইসলামী শক্তির বিজয় ছিনিয়ে আনতে হবে।গত বৃহস্পতিবার চট্টগ্রাম–১ (মীরসরাই) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের পক্ষে নির্বাচন পরিলানা কেন্দ্র কমিটির পরিচালকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাথর ও লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্যের দৃশ্য আমরা আর দেখতে চাইনা। জুলাই বিপ্লবের ঘোষনা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অতএব এই নির্বাচনে মীরসরাই বাসীকে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়েই সদা তৎপর থাকতে হবে। উপজেলার মিঠাছড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশটি সঞ্চালনা করেন মীরসরাই থানা আমীর মাওলানা নুরুল কবির এবং সভাপতিত্ব করেন আসন পরিচালক প্রিন্সিপাল নুরুন্নবী চৌধুরী।সমাবেশে অন্যান্যে মধ্যে রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মীরসরাই আসনে জামায়াত মনোনীত প্রার্থী সরকারের ডেপুটি এটর্নি জেনারেল, সাবেক ছাত্রনেতা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উত্তর জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুপ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সাবেক আমীর নুরুল করিম ও ইসলামী ছাত্রশিবির মীরসরাই উপজেলার সভাপতি সাকিব হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












