নগরের ষোলশহরে রেললাইনের উভয় পাশ থেকে ৪৫টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেওয়া চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, উচ্ছেদকৃত স্থাপনায় কিছু চায়ের দোকান ও ক্লাবঘর রয়েছে। এখানে বসে হোসাইন আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে আসা ছাত্রীদের ইভটিজিং করা হতো। তিনি বলেন, দুটি দোকান ছিল যেখানে শুধু ডিশ চালানো হতো। রেলওয়ে কর্তৃপক্ষ ও পাঁচলাইশের ওসির অনুরোধ ছিল ওগুলো উচ্ছেদের বিষয়ে। অনেকগুলো দোকানে ভাসমান লোকজন ইয়াবা বিক্রি ও সেবন করত। সবগুলো উচ্ছেদ করা হয়।