১২৬নং ষোলশহর শাখার কার্যালয়ে গতকাল শনিবার পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬নং ষোলশহর শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, পৃথিবীর বুকে যতবার দুর্যোগ-দুর্ভোগে মানুষ পর্যুদস্ত হয়েছে ততবার আল্লাহ পাক অনুগ্রহ করে মানুষকে শান্তি ও মুক্তি দেওয়ার জন্য একজন হাদী বা পথপ্রদর্শক প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রিয় রাসুল (দ.) এই ধরার বুকে তশরীফ এনেছেন। উনি নূরে মোস্তফার আলোকধারায় আঁধার পৃথিবীকে আলোকিত করেছেন হেদায়তময় শান্তির বার্তা ছড়িয়ে। মানুষকে অভ্যন্তরীণ পরিশুদ্ধির মাধ্যমে খোদা পর্যন্ত পৌঁছানোর যে আধ্যাত্মিক মিশনের শুভ সূচনা করেছেন তা সৃষ্টির ইতিহাসে বিস্ময়কর। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬নং ষোলশহর শাখার সভাপতি দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন ফটিকছড়ি কাঞ্চন নগর রুস্তমিয়া এম আই সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক আল্লামা মোহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা বশির উদ্দিন প্রমুখ। মাহফিলে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মিলাদ-কিয়াম শেষে আওলাদে রাসূল (সা.) হযরত শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে আবেদী ও মুসলিম উম্মাহর সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।