ষোলশহরে নকল ও ভেজাল গোডাউন, জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর এলাকায় একটি নকল ও ভেজাল পণ্যের গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও ভেজাল পণ্য জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম ও সেনাবাহিনীর একটি টিম। গতকাল চলা এ অভিযানে নকল চাষী ভাই চিনিগুড়া চাল, নকল রিম ডিটারজেন্ট পাউডার, হুইল ডিটারজেন্ট পাউডার, নকল বসুন্ধরা গোল্ড টিস্যু, ভেজাল ওষুধ, শিশুখাদ্য, ভেজাল চিনি, সরিষার তেল, ডিশ ক্লিনার পাওয়া যায়। এ ধরনের বেনামী পণ্য যার কোনোটিরই বিএসটিআইয়ের লাইসেন্স অত্র প্রতিষ্ঠান দেখাতে পারেনি। এ ঘটনায় ভিক্টোরিয়াস গ্লোবাল প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানকে একটি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব নকল ও ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে নকল ও ভেজাল পণ্য বোঝাই একটি ট্রাক আটক করে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকের সাথে যোগাযোগ করে সেনা সদস্যরা। পরে গতকাল দুপুর ১ টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে উল্লিখিত নকল ও ভেজাল পণ্য দেখতে পান।

পূর্ববর্তী নিবন্ধসরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র, শিগগিরই ফিরব : শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধটিসিবি : নগরীর অধিকাংশ ওয়ার্ডে শেষ হয়নি জুলাই মাসের পণ্য বিক্রি