ষষ্ঠ শ্রেণির অপহৃত ছাত্রী উদ্ধার

ইজিবাইক চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজান এলাকা থেকে ষষ্ঠ শ্রেণির অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব৭। এসময় অপহরণের অভিযোগে মো. ফয়সাল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক নগরীর হালিশহর থানার মো. জাফর আহম্মদের ছেলে। রবিবার (১৪ মে) বিকেল পৌনে ৫টায় নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, সমপ্রতি রাউজানের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে চমেক হাসপাতলে নিয়ে আসেন তার মা। হাসপাতালে থাকাকালীন ইজিবাইক চালক ফয়সালের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুযোগে ফয়সাল ওই শিক্ষার্থীকে স্কুলে আসাযাওয়ার পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি কম, সড়কে দীর্ঘ অপেক্ষা
পরবর্তী নিবন্ধওসিসহ দুই আসামির অব্যাহতি চেয়ে সিআইডির চূড়ান্ত প্রতিবেদন