দেশের স্বাধীনতা নিয়ে প্রতিবেশি রাষ্ট্র ছিনিমিনি খেলছে বলে দাবি করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এসময় দেশ রক্ষায় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, এই দেশের বিরুদ্ধে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে ষড়যন্ত্র চলছে। কীভাবে এই দেশ এবং জাতিকে দুর্বল করা যায় সেই ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আমাদের মধ্যে একতা থাকলেই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে পারব।
তিনি গতকাল দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গিয়াস কাদের চৌধুরী আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, সাপকে কখনো আশ্রয়–প্রশ্রয় দেবেন না। সাপ সুযোগ পেলে দংশন করবে। এই সাপ কে জানেন; যাদেরকে আমাদের ছেলেরা হেলিকপ্টারে করে বিদায় করে দিয়েছে। এগুলো বিষাক্ত সাপ। এরা আমাদের ঘরে ঘরে প্রবেশ করে মানুষ মেরেছে। তারা আলেম–ওলামা, আমাদের কারো কারো বাবা–মা, সন্তানকে মেরেছে। এরা কাউকে ছাড়েনি। এই বিষাক্ত সাপ থেকে সতর্ক থাকতে হবে। গিয়াস কাদের বলেন, দক্ষিণ রাউজানে অনেকেই সুবিধা নিয়ে ওই বিষাক্ত সাপ পালছে। দোহাই লাগে, রাউজানে কেউ সাপ ফেলবেন না। তিনি বলেন, আমি পাহাড়তলী চৌমুহনীতে লজ্জ্বায় দাঁড়াতে পারি না, কারণ এখানে দোকানদারদের মুখ কালো থাকে। এখানে নাকি বিএনপি’র নামে পকেট হাতিয়ে নেয়। আল্লাহর ওয়াস্তে পকেট হাতাহাতি বন্ধ করেন। গিয়াস কাদের বলেন, পকেট হাতাহাতি, মানুষের নির্মাণ কাজের জন্য ইট–বালি কেনার জন্য যারা বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দক্ষিণ রাউজানের মানুষকে এক থাকতে হবে। এসময় নেতাকর্মীদের হাত তুলে অত্যাচার–জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রতিশ্রুতি আদায় করেন তিনি।
গিয়াস কাদের বলেন, দেশে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেটাকে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ধরে রাখতে হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে ও হাবিব উল্লাহ মাষ্টার ও ইউসুফ তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা,বিএনপি নেতা হাজী জসিম উদ্দীন, উপজেলা বিএনপি সাবেক সহ–সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরী, নুরুল আলম, কাজী আবুল বশর, আবদুল মান্নান, হারুনুর রশিদ, আবছার মেম্বার, শেখ নাজিম, হাসান উল্লাহ, তসলিম উদ্দিন, ছোটন আজম, লিটন মাহাজন লিটু একরাম মিয়া প্রমুখ।