শ্লীলতাহানির মামলায় শাহ পরানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার কক্সবাজারচট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে এক নারী আইনজীবীর শ্লীলতাহানির মামলায় সহকারী জজ পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত (পরে স্থগিত) শাহ পরানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাদীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এর বিচারক শরমিন জাহানের আদালতে বাদী এ সাক্ষ্য দেন। এ সময় আসামি শাহ পরান কাঠগড়ায় হাজির ছিলেন। ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৮ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ৩ ডিসেম্বর কঙবাজার থেকে বাসে করে ঢাকায় ফেরার পথে লোহাগাড়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তার করা হয় শাহ পরানকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি শাহ পরানের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।

উল্লেখ্য, শাহ পরান ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হন।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসিতে ফিনটেক সেমিনার
পরবর্তী নিবন্ধত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ