চট্টগ্রাম কলেজ রোভার স্কাউটদের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও রাষ্ট্রপতি প্রদত্ত ৬ জন প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা গত ১১ নভেম্বর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন স্কাউটার মো. কামাল উদ্দীন, রোভার ইব্রাহীম খলিল সবুজ, রোভার শারমিন আক্তার, রোভার রোকন উদ্দীন ওয়ারেসী, রোভার উম্মে তারাননুম, রোভার মোহম্মদ আলতাফুর রহমান, রোভার তারমিন আকতার। প্রধান অতিথি বলেন রোভার স্কাউটরা শিক্ষার পাশাপাশি সহ শিক্ষাকার্যক্রম জোরদারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি রোভার স্কাউটসে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্তদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।