চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে গত ৩১ মে বিকেল ৫ টায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৫তম জন্মজয়ন্তীতে নজরুল সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে শ্রুতিঅঙ্গন বাংলাদেশ। প্রিয়ম কৃষ্ণ দে ও প্রণিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক লিটন দাশ। মূখ্য আলোচকের বক্তব্যে নজরুল গবেষক ড. আনোয়ার সাঈদ বলেন, নজরুল তাঁর সৃষ্টিকর্ম দিয়ে অনন্তকাল বাংলা ভাষা ভাষীদের কাছে অমর হয়ে থাকবেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান। ২য় পর্বের নজরুল সংগীতানুষ্ঠানের শুরুতে ৬টি দলীয় নজরুল সংগীত পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের শিল্পীবৃন্দ। একক পরিবেশনায় ছিলেন নিলয় দত্ত, নিপা দত্ত, সুবাতন নুর, পুষ্পিতা শীল, মনস্মিতা চৌধুরী, পাপড়ি দাশ, বিনয়, শ্রাবন্তী শীল, সৈকত দত্ত, পুষ্পিতা দে, অথৈ বনিক, অনন্যা দে, প্রণিতা দেব চৈতী, রাতুল মল্লিক, সপ্তর্ষী শীল, রাজেশ্বরী চৌধুরী, প্রিয়া বর্ধন, অনির্বান দত্ত, প্রিয়ম কৃষ্ণ দে, প্রাপ্তি দাশ, দ্বীপ বড়ুয়া, রাজু তালুকদার, নয়ন মহাজন, সৌহার্দ্য, পূর্ণতা নাথ, তুহিন, শুভমিতা ভৌমিক, গ্রন্থিক, মাহীরাজ, ধ্রুব দত্ত, কৌশিক চক্রবর্তী, তুহিন, উমাইজা ওয়াজিহা রহমান, তিশা শীল, প্রজ্ঞা দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।