শ্রীলঙ্কার পার্লামেন্টে কাগজের ব্যবহার বন্ধ

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

অর্থনৈতিক মন্দার কারণে এবার পার্লামেন্টে কাগজের ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দানা গতকাল মঙ্গলবার ঘোষণা দেন। স্পিকারের ঘোষণা অনুসারে পার্লামেন্টে সব ধরনের বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র এখন থেকে সফট কপির মাধ্যমে জমা দিতে হবে।

খবরে বলা হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিষয়গুলোকে কমিয়ে আনতে কাগজের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দানা।

তিনি আরও বলেন, দেশটিতে মুদ্রণের উদ্দেশ্যে কাঁচামাল সংগ্রহ করা এখন কঠিন। এছাড়া প্রচুর পরিমাণে কম্প্যাক্ট ডিস্ক আমদানি করতে না পারায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিরুদ্ধে কটূক্তি, গ্রেপ্তার রোদ্দুর রায়
পরবর্তী নিবন্ধডমিনিকান পরিবেশমন্ত্রীকে গুলি করে হত্যা