শ্রীলঙ্কার জালে এবার ৫ গোল, বাংলাদেশের টানা পঞ্চম জয়

সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কাকে আবারো হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনা লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ডে গতকাল শনিবার রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় শ্রীলঙ্কাকে ৫০ গোলে হারায় বাংলাদেশ। প্রথম দেখায় লঙ্কানদের ৯১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এতে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে আছে বাংলাদেশ।

গতকাল কিংস অ্যারেনার অনুশীলন মাঠে দিনের প্রথম ম্যাচে নেপাল ৮০ গোলে ভুটানকে হারিয়েছে। এতে পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে দুই দলের সমান ১৫ পয়েন্ট হবে। তখন হেড টু হেডে দুই দলের মধ্যকার দুই ম্যাচের গোল বিবেচনায় আসবে। সেখানেও সমতা থাকলে খেলা গড়াবে টাইব্রেকারে। স্বাগতিক বাংলাদেশ নেপালের বিপক্ষে ন্যূনতম ড্র করলেই আর এত সমীকরণ প্রয়োজন হবে না। তখন ৬ ম্যাচ শেষে বাংলাদেশ ১৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে।

আগের দেখায় গোল মিলেছিল দ্বিতীয় মিনিটে, এবার একটু দেরিতে। জয়ের ব্যবধানও হলো না আগের মতো। তবে এবার শ্রীলঙ্কার জালে জোড়া গোল করেন পূজা দাস। একবার করে জালের দেখা পান তৃষ্ণা রানী, কানন রানী ও আফঈদা খন্দকার প্রান্তি। ২৪তম মিনিট বক্সের ভেতর থেকে নিচু কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন কানন। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মাঝ মাঠ থেকে সুরমা জান্নাতের লম্বা শট ক্রসবারের ওপরের কাণায় লাগে। খানিক বাদে তৃষ্ণার কোনাকুনি শট পোস্টে প্রতিহত হওয়ার পর, ফিরতি শটে পূজা জাল খুঁজে নেন। ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। পূজার একটু উচুঁ করে নেওয়া শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়।

শেষ দিকে গোলের খাতায় নাম তোলেন তৃষ্ণা। সতীর্থের থ্রু পাস ধরে, পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি। যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে স্কোরলাইন ৫০ করেন অধিনায়ক আফঈদা। বঙে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বাংলাদেশ। আফঈদার প্রথম শট বাইরে গেলেও আগে বঙে খেলোয়াড় ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান তিনি। কাজেও লাগান সেটি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, সমঝোতা স্মারক বাতিলের দাবি হেফাজতের
পরবর্তী নিবন্ধস্বল্পমূল্যে হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন নজির স্থাপন করেছে