শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন হাসারাঙ্গা-কুমারা, নতুন মুখ মালিঙ্গা

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি হাসারাঙ্গা। ওই সিরিজের দল থেকে চারটি পরিবর্তন এনে আসছে সিরিজের জন্য সোমবার ১৭ সদস্যের স্কোয়াড দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বাদ পড়েছেন দুশান হেমান্থা, কুসাল পেরেরা, সাদিরা সামারাউইক্রামা ও দিলশান মাদুশাঙ্কা। আগের সিরিজ দিয়ে এক বছর পর ওয়ানডে দলে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পেরেরা। নিউজিল্যান্ড সফরের টিটোয়েন্টি দল থেকে বাদ পড়লেও ওয়ানডেতে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। কুমারা ৩১ ওয়ানডের সবশেষটি খেলেছেন এই বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। নতুন মুখ মালিঙ্গা এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৩৯টি, ১৩ টিটোয়েন্টিতে উইকেট ১৩টি। গত মাসে ২০২৫ আইপিএলের মেগা নিলামে ১ কোটি ২০ লাখ রুপিতে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আগামী শনিবার টিটোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর। পরের দুই টিটোয়েন্টি ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। ওয়ানডে তিনটি হবে ৫, ৮ ও ১১ জানুয়ারি।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিদু উইক্রামাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহামেদ শিরাজ, লাহিরু কুমারা, ইশান মালিঙ্গা।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা রংপুর নাকি ঢাকা মেট্রোর
পরবর্তী নিবন্ধসাদা পোশাকে ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস