ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন বিলাল সামি ও মোহাম্মদ ঘাজানফার। তাদের চমৎকার বোলিংয়ে ইনিংস বড় করতে পারল না শ্রীলঙ্কা। পরে সেদিকুল্লাহ আতালের অপরাজিত ফিফটি ও বাকিদের অবদানে ইমার্জিং টিমস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান। ওমানে টি–টোয়েন্টি সংস্করণের এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে গতকাল রোববার শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দল। প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল আফগানরা। তৃতীয় শিরোপা জয়ের দুয়ারে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হলো লঙ্কানদের। খবর বিডিনিউজের। অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ধাপে এসে খেই হারিয়ে ফেলল তারা। ঘাজানফার ও বিলালের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান করতে পারে সেহান আরাচিগের সৌজন্যে। ৬ চারে ৪৭ বলে ৬৪ রান করেন তিনি। পেসার বিলাল ২২ রানে ৩ উইকেট নেন। তবে স্রেফ ১৪ রান দিয়ে দুই শিকার ধরে ফাইনালের সেরা হন অফ স্পিনার ঘাজানফার। রান তাড়ায় শুরুতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়েন সাদিকুল্লাহ। ১ ছক্কা ও ৩ চারে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৭ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় আফগানরা।