শ্রীলঙ্কায় এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় আবারো জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারাও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। গতকাল বুধবার কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান। রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবারও বৃষ্টি হানা দেওয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম। এই জয়ে ছয় ম্যাচ সিরিজে ২১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত
পরবর্তী নিবন্ধখুব বেশি খুশি নন অধিনায়ক শান্ত