বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে এখন শ্রীলংকায় বাংলাদেশ দল। এর আগে এই সিরিজে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ম্যাচ হেরে পয়েন্টের খাতা এখনো শূন্য টাইগারদের। তবে শ্রীলংকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল। গতকাল ঢাকা ছাড়ার প্রাক্কালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন শ্রীলংকায় জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশ দলের। এর পেছনে কারণ হিসেবে চেনা কন্ডিশন এবং ভালো উইকেটের কথা বললেন সুজন। অতীত পরিসংখ্যানও কথা বলছে সুজনের পক্ষে। ২০১৩ সালের শ্রীলংকা সফরে একটি টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। পরে ২০১৭ সালের নিজেদের শততম টেস্টে পেয়েছিল শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ।
ধারাবাহিকতা বজায় রেখে এবারও জয়ের আশা সুজনের। তবে ঘরের মাঠে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কথাও মাথায় রেখেছেন বাংলাদেশের টিম লিডার। সেই একই ভুলের পুনরাবৃত্তি আর করতে চান না তিনি। সুজন বলেন, অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে সেটাই ঠিক। পাঁচ দিনের খেলা বলে প্রতিটা সেশনকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা চার দিন এগিয়ে থেকেও হেরে গেছি। এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই। তিনি বলেন শ্রীলংকার কন্ডিশনটা আমরা জানি। ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। যদিও নিজেদের কন্ডিশনে শ্রীলংকা বেশ শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি আর প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি তাহলে আশা করি ভালো করব। যদিও আমরা শেষ টেস্টে ভালো করিনি তারপরও আমরা জানি আমাদের সামর্থ্য আছে। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি ঠিক। কিন্তু শ্রীলংকায় আলাদা পরিবেশে খেলব। সেখানকার কন্ডিশনটা আমরা জানি। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে ভাল করার সম্ভাবনা রয়েছে। প্রায় তিন ঘণ্টা যাত্রা শেষে গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় কলম্বো পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় নিগোম্বোতে। যেখানে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে। সিরিজ শেষে আগামী ৪ মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।