শ্রীলংকার বিপক্ষে জয়ে শুরু করতে চান বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অস্কার ব্রুসন সময় পেয়েছেন মাত্র ছয় দিন। এই স্বল্প সময়ের মধ্যে দলের সবার মাঝে নিজেদের মেলে ধরার আত্মবিশ্বাসও দেখতে পাচ্ছেন ব্রুসন। তবে তিনি এগুতে চান সতর্ক পথে। তাই আপাতত ভাবছেন শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়েই। মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১ অক্টোবর মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর। আজ মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। গতকাল এক সংবাদ সম্মেলনে সাফের প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে কথা বলেন ব্রুসন। দলের নতুন কোচ বলেন সাফের মতো বড় প্রতিযোগিতার জন্য আমরা ছয় দিন প্রস্তুতির সময় পেয়েছি। আমাদের জন্য এই সময় যথেষ্টর চেয়েও বেশি কিছু। কেননা আমরা খুব গভীর এবং বিস্তারিতভাবে আমাদের খেলার কৌশল এবং স্টাইল নিয়ে কাজ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খেলোয়াড়, কোচ সবার মধ্যে দারুণ বোঝাপড়া ও বন্ধন তৈরি হয়েছে। সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব পরিকল্পনাগুলো বাস্তবায়নের। ২০০৩ সালে প্রথম ও সবশেষ সাফের শিরোপা জয়ের দুই বছর পরের আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত চার আসরে কখনও গ্রুপ পর্ব পার হতে পারেনি বাংলাদেশ। দেড় যুগ ধরে চলা শিরোপা খরা এবার দূর করার বড় স্বপ্ন দেখালেন না ব্রুসন। তবে পরিকল্পনা কাজে লাগার ব্যাপারে আশাবাদী কোচ। তিনি বলেন ট্রফি এনে দেওয়ার প্রতিজ্ঞা করব না। আমরা চাই বাংলাদেশের ফুটবলকে আরও উচুতে তুলতে। এজন্য আমাদের দেখাতে হবে দক্ষিণ এশিয়ার সব দলকে হারাতে পারি আমরা। নতুন কৌশল নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি এবং সবার আত্মবিশ্বাস উঁচুতে। এই দলটা দিনকে দিন পরিকল্পনাগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারছে এবং এই পরিকল্পনা কাজে দিতে পারে এ ব্যাপারে তারা সবাই নিশ্চিত। উদ্বোধনী দিনে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবার যাত্রা শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ ৪ অক্টোবর। শ্রীলংকার বিপক্ষে জিতে ভারত ম্যাচের আত্মবিশ্বাস সঞ্চয়ের লক্ষ্য তার। ফাইনালের পথটা নিয়ে এখন আমরা ভাবছি না। এটা লম্বা পথ। কেননা চারটা ম্যাচ অনেক কিছু। তাই আমাদের মনোযোগ নির্দিষ্ট দিনকে ঘিরে এবং শ্রীলংকার বিপক্ষে পয়েন্ট পাওয়ার দিকে। প্রথম ম্যাচ জিততে পারলে আমাদের সামনে অনেকগুলো পথ খুলে যাবে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা
পরবর্তী নিবন্ধচুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু