শ্রীলংকার নাটকীয় ব্যাটিং ধস অস্ট্রেলিয়ার অনায়াস জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

শুরুতেই ফুরফুরে মেজাজে ছিল শ্রীলংকা। শতাধিক রানের উদ্বোধনী জুটি হয়েছে দুই ওপেনারের ফিফটিতে। কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেললো তারা। নাটকীয় ব্যাটিং ধসে গুটিয়ে গেল দুইশ পেরিয়েই। পরে বোলিংটাও যথেষ্ট হলো না লংকানদের। অন্যদিকে বোলারদের নৈপুণ্যের পর মিচেল মার্শ ও জশ ইংলিসের ফিফটিতে অস্ট্রেলিয়া জয় করায়ত্ব করলো। লক্ষ্ণৌতে গতকাল সোমবার শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া জয় পায় ৫ উইকেটে। চলতি বিশ্বকাপে উভয় দলই তাদের প্রথম দুই ম্যাচে হারের পর মুখোমুখি হয় এই ম্যাচে। অস্ট্রেলিয়া পেল প্রথম জয়। শ্রীলংকা হারের বৃত্তেই থাকলো।

১২৫ রানের উদ্বোধনী জুটির পর ২৭তম ওভারে ১ উইকেটে ১৫৭ রানের শক্ত অবস্থানে ছিল লংকানরা, সেখান থেকে পথ হারিয়ে অল আউট হয় ২০৯ রানে। শুরুর দুই ব্যাটসম্যান পাথুম নিসানকা (৬৭ বলে ৬১) ও কুসাল পেরেরা (৮২ বলে ৭৮) ছাড়া দুই অঙ্কে যেতে পারেন কেবল আর একজনচারিথ আসালাঙ্কা (২৫)। এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন নিসানকা ও পেরেরা। পাওয়ার প্লেতে শ্রীলংকার রান ছিল বিনা উইকেটে ৫১। এরপর বাড়ে রানের গতি। অষ্টাদশ ওভারে স্পর্শ করে দলের শতরান। পেরেরা ফিফটি করেন ৫৭ বলে। পঞ্চাশ ছুঁতে নিসানকার লাগে ৫৮ বল। নিসানকাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। দারুণ ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। এরপর পেরেরা ও কুসাল মেন্ডিসের ব্যাটে এগিয়ে যায় শ্রীলংকা। কিন্তু দেড়শ পার হওয়ার পর পেরেরার বিদায়ের পরপরই পাল্টে যায় চিত্র। জ্যাম্পা পরপর দুই ওভারে বিদায় করেন মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামাকে। সেই পথ ধরে আসাযাওয়ার মিছিলে যোগ দেন চারিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভাসহ বাকিরা।

মাঝে বৃষ্টিতে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকলেও শ্রীলংকা ব্যাটিংয়ের চিত্র বদলায়নি। ৮৪ রানের মধ্যে তারা হারায় সবগুলো উইকেট। ৪৭ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ম্যাচের সেরাও তিনিই। দুই পেসার মিচেল স্টার্ক ও কামিন্স ধরেন দুটি করে শিকার।

জবাবে শুরুতে দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত অনায়াসেই ৮৮ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মার্শ ৫১ বলে ৯ চারে করেন ৫২ রান। ৫৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন কিপারব্যাটসম্যান ইংলিস। রান তাড়ায় লাহিরু কুমারার প্রথম ওভারে ওয়ার্নারের চার ও ছক্কায় ১৫ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে তারা খায় জোড়া ধাক্কা। নিজের আগের ওভারে মেডেন নেওয়ার পর এবারও কোনো রান না দিয়ে ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে এলবিডব্লিউ করে দেন দিলশান মাদুশানকা। আগ্রাসী ব্যাটিংয়ে মিচেল মার্শ ফিফটি করেন ৩৯ বলে। এরপর আর ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি তিনি। রান আউট হন দ্বিতীয় রানের চেষ্টায়। মার্নাস লাবুশেনকে এ দিন শুরুতে একবার কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। ব্যাটসম্যান রিভিউ নেওয়ার পর দেখা যায়, বল ব্যাটে লাগেনি। বেঁচে গিয়ে ইংলিসের সঙ্গে ৭৭ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন লাবুশেন। ফিফটির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন তিনি ৬০ বলে ৪০ রান করে। দলের জয় থেকে ১৮ রান দূরে থাকতে ইংলিস ফিরলেও বাকিটা অনায়াসে সারেন ম্যাঙওয়েল (২১ বলে ৩১) ও স্টয়নিস (১০ বলে ২০)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৭৬ জন
পরবর্তী নিবন্ধপদত্যাগ করতেই হবে