শ্রীলংকা সফরের জন্য নারী ‘এ’ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

আগামী মাসেই নারী টিটোয়েন্টি বিশ্বকাপ। আর সে বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে নারী ক্রিকেট দলের। এরই মধ্যে শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল ঘোষণা করেছে। যদিও দলের নাম বাংলাদেশ ‘এ’। তবে এই মোড়কে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে মূলত জাতীয় দলই। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে দুএকজন ছাড়া সবাই আছেন এই দলে। উল্লেখযোগ্য একটি পরিবর্তন অবশ্য আছে। নেতৃত্বের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ভবিষ্যতের একজনকে। নারী জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা দলে থাকলেও ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রাবেয়া খান। বিসিবির নারী ক্রিকেটের ট্রধান হাবিবুল বাশার কদিন আগেই বলেছিলেন, এই শ্রীলঙ্কা সফরকে তারা মূলত আগামী টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন । ‘এ’ দলের এই শ্রীলঙ্কা সফরে মূলত জাতীয় দলকেই পাঠানো হবে। গতকাল রোববার যে দলটি ঘোষণা করা হলো, সেখানে প্রতিফলন পড়ল হাবিবুলের কথারই। জাতীয় দলের অধিনায়ক নিগার, সহঅধিনায়ক নাহিদা আক্তার, অভিজ্ঞ পেসার জাহানারা আলম থেকে শুরু করে অন্য প্রায় সবাই আছেন ‘এ’ দলে। উল্লেখযোগ্যদের মধ্যে নেই কেবল অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। রাবেয়া গত কিছুদিনে দুই সংস্করণেই বাংলাদেশের ভরসা হয়ে উঠেছেন বল হাতে। ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে না পারলেও প্রতিভার ঝলক কিছুটা দেখিয়েছেন নানা সময়ে। ১৯ বছর বয়সী ক্রিকেটারের ওপর দলের ভরসা ফুটে উঠল তাকে অধিনায়ক করায়। জাতীয় দলে জায়গা হারানো ব্যাটার সোবহানা মোস্তারি ও অলরাউন্ডার ফাহিমা খাতুন আছেন এই দলে। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ৮ ম্যাচে ২৩৪ রান করা তাজ নেহার সুযোগ পেয়েছেন দলে। সুযোগ পাওয়াদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নাম শামিমা সুলতানা। অসুস্থতার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অভিজ্ঞ কিপারব্যাটার আছেন শ্রীলঙ্কা সফরের দলে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তার অভাবে ভুগেছে দলের টপ অর্ডার। এবার ফেরার পথ খুঁজে পেলেন ৩৬ বছর বয়সী ব্যাটার। শ্রীলঙ্কা সফরে লঙ্কানদের ‘এ’ দলের সঙ্গে দুটি একদিনের ও পাঁচটি টিটোয়েন্টি ম্যাচ খেলবেন রাবেয়ারা। আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ম্যাচ দুটি। এরপর আগামী ১২ সেপ্টেম্বর শুরু টিটোয়েন্টি সিরিজ। সব ম্যাচ হবে কলম্বোয়।

শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধরাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে এবার সেঞ্চুরিয়ান লিটন
পরবর্তী নিবন্ধব্যাট হাতে মিরাজ এবং লিটন মিলে গড়লেন বিশ্বরেকর্ড