বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে গতকালই ঢাকায় পা রেখেছে শ্রীলংকা ক্রিকেট দল। আর স্বাগতিক বাংলাদেশ দল গতকাল রাতে এসে পৌচেছে বন্দর নগরী চট্টগ্রামে। যেহেতু চট্টগ্রাম থেকেই সিরিজ শুরু হবে তাই বাংলাদেশ দল আগে ভাগেই চট্টগ্রামে এসে গেছে। যদিও সিরিজ শুরু হতে এখনো এক সপ্তাহের মত বাকি। অপরদিকে যেহেতু সফরকারী শ্রীলংকা ক্রিকেট দল ঢাকায় একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সেহেতু লংকানরা রয়ে গেছে ঢাকায়। সে ম্যাচটি খেলে লংকানরা আসবে চট্টগ্রামে। আর আগামী ১৫ থেকে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
রমজানের ঈদের আগেই চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলের প্রায় সবা্ই গতকাল রাতে চট্টগ্রামে এসে পৌছেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাতেই তাদের বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেল রেডিসন ব্লুতে নিয়ে আসা হয়। আগে থেকেই দলের দুই সদস্য ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং নাঈম হাসান চট্টগ্রামে ছিলেন। ঈদের ছুটির কারণে চট্টগ্রামে থাকা এই দুই চট্টগ্রামের ক্রিকেটার নিজেরাই অনুশীলন করেছেন। গতকাল রাতে পুরো দল এসে পৌছে চট্টগ্রামে। আজ থেকে অনুশীলনে নামবে টাইগাররা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
গত বছরের নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আর সে ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। আগামী ১৫ মে যখন লংকানদের মুখোমুখি হবে টাইগাররা তখন আত্নবিশ্বাসে বেশ ঘাটতি রয়েছে মোমিনুল হকদের। কারন সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে একেবারে নাস্তানাবুদ হয়ে ফিরেছে টাইগাররা। তারপরও প্রতিপক্ষ যেহেতু শ্রীলংকা তাই বাংলাদেশ দল এই সিরিজটি জয়ের ব্যাপারে দারুন আশাবাদি। আর সে লক্ষ্যেই চট্টগ্রামে চলে এসেছে বাংলাদেশ দল।
এদিকে গতকাল দুপুরে ঢাকায় পা রেখেছে শ্রীলংকা ক্রিকেট দল। আগামী ১২ মে চট্টগ্রামে আসবে লংকানরা। এরপর ১৩ ও ১৪ মে অনুশীলন করবে তারা চট্টগ্রামে। সাম্প্রতিক সময়ে শ্রীলংকা দলটির অবস্থাও খুব বেশি ভাল না। তাই তারাও চাইবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি জিতে নিজেদের ফিরে পেতে। আর সে জন্য একাধিকবার পরিবর্তণ এনে দল ঘোষনা করেছে লংকান ক্রিকেট বোর্ড। গতকাল লংকানদের পুরো দল ঢাকায় এসে পৌছালেও অধিনায়ক দিমুথ করুনারত্নে আসেননি দলের সাথে। তিনি এখনো কাউন্টি খেলা নিয়ে ব্যস্ত। আজ তার ঢাকায় পা রাখার সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় পৌছা শ্রীলংকা ক্রিকেট দল আজ অনুশীলন করবে। আগামীকাল মঙ্গলবার এবং বুধবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা বিসিবি একাদশের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। সে ম্যাচ শেষ করে তারা আসবে চট্টগ্রামে প্রথম টেস্টের দুই দিন আগে।
যেহেতু করোনার প্রকোপ এখন অনেকটাই কম সেহেতু এবারের সিরিজটি কোভিড প্রটোকল বা বায়ো বাবল মেনে হচ্ছেনা। স্বাভাবিক নিয়মেই হচ্ছে এই সিরিজটি। যেহেতু এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেহেতু এই সিরিজ জয়েল ব্যাপারে দু দলই তাদের সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে বাংলাদেশ চাইছে এই সিরিজের দুটি ম্যাচই জিতে পুরো পয়েন্ট তুলে নিতে। এখন সময়ের অপেক্ষা টাইগারদের সে প্রত্যাশা পুরন হয় কিনা।