শ্রীমাই খালে নির্মাণাধীন রেল সেতুর রেলিংয়ে ধস

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

টানা পাঁচ দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পটিয়া শ্রীমাই খালের উপর নির্মাণাধীন রেল সেতু চরম ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে ধসে গেছে রেল সেতুটির রেলিং। ফলে চট্টগ্রামদোহাজারী রেল লাইনের চলমান সংস্কার কাজ ভেস্তে গেছে। চরম ঝুঁকিতে পড়েছে রেল সেতুটি।

তবে কালুরঘাট সেতুর সংস্কার কাজ চলায় এবং আপাতত ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রামদোহাজারী রেল লাইনের হাজারো যাত্রী দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন। তীব্র পানির স্রোতে শ্রীমাই খালের রেল সেতুর দুপাড়ের মাটি সরে গিয়ে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ৬০ ফিট এ রেল সেতুটিতে দুইটি পিলার স্থাপন, নতুন পাটাতন লাগানোসহ বিভিন্ন সংস্কার কাজ চলছিল।

পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নিজাম উদ্দিন জানান, রেল লাইনের সমস্যাগুলো আমাদের যান্ত্রিক বিভাগ দেখাশুনা করেন। যার কারণে এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। তাছাড়া রেল লাইনের সংস্কার ও কালুরঘাট সেতুর কাজ চলমান থাকায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামদোহাজারী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পটিয়া উপজেলার কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম জানান, শ্রীমাই ব্রিজের উপর নির্মিত রেল সেতুটির বেশ কিছুদিন ধরে সংস্কার কাজ চলে আসছিল। বর্তমানে এ সংস্কার কাজ শেষের দিকে। এ অবস্থায় পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে দুপাশের মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া পানির স্রোতে সেতুর সংস্কার কাজে ব্যবহৃত রেলিং পানিতে উপড়ে গিয়ে সেতুর সাথে ঝুলে রয়েছে। তবে বর্তমানে রেল যোগাযোগ বন্ধ থাকায় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও সহসায় এ সেতুটি সংস্কার করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে ২৭৪২ ডেঙ্গু রোগী ভর্তি, ৬২% ঢাকার বাইরের
পরবর্তী নিবন্ধসাজেকে পাহাড়ি ঢল, আটকা পড়েছে ৩শ পর্যটক