শ্রমিকরাই অর্থনীতির প্রাণ

আকবর শাহ থানা শ্রমিক দলের সভায় আসলাম চৌধুরী

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী বলেছেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রাণ। তাদের ঘামে শ্রমে দেশের সমৃদ্ধি নিশ্চিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই শ্রম নির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। দেশের শ্রমিকদের বাইরে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার মহাপরিকল্পনার মাধ্যমে দেশকে আমুল বদলে দিয়েছিলেন। বিএনপি তারই শ্রমনীতি বাস্তবায়ন করে দেশকে স্বনির্ভর ও মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠত করতে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি গত ২মে নগরীর আকবর শাহ থানা শ্রমিক দলের উদ্যোগে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে পোশাক, কোরআন ও ইসলামিক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানা শ্রমিকদলের সাবেক সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্মআহবায়ক মনজুরুল আলম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু।

বক্তব্য রাখেন আব্দুস সাত্তার সেলিম, মাঈনু উদ্দিন চৌধুরী মইনু, নুরুল আকবর কাজল, শামসুল আলম সেক্রেটারি, কুতুব উদ্দিন চৌধূরী, আব্বাস রশিদ, রফিক উদ্দিন, ফরিদ আলম, মো. সেলিম, শহীদুল্লাহ বাহার, রায়হান উদ্দিন প্রধান, মিলন, শাহরিয়ার জিয়া, মাহবুব আলম, সকিনা বেগম, ফেরদৌস আলম, শহীদুল ইসলাম সমু, হারুন উর রশিদ, গিয়াসউদ্দিন টুনু, হাসান মাহমুদ, খোরশেদ আলম, ইউসুপ, ছোটন, তৌহিদ, রনি, বাবু, শহীদ, সুজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি
পরবর্তী নিবন্ধ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির কর্মী সভা