শ্রমিকেরা দেশের মহাসম্পদ
শ্রমের মাঝেই কদর,
কঠোর শ্রমে অঘোর প্রেমে
স্বপ্নের কারিগর।
শ্রমিকেরা দেশের সকল ধারে
অগ্রগতির ধারক,
সর্বকালের উন্নয়ন ধারার
সত্যিকারের নায়ক।
শ্রমিকেরা দেশের সোনার মানুষ
নয় অবহেলার পাত্র,
দেশের কল্যাণে দিয়ে যায় শ্রম
কিবা দিন কিবা রাত্র।
শ্রমেই জীবন, শ্রমেই জীবিকা
শ্রমেই জাগে চেতনা,
শ্রমের সাথেই গাথা আছে যত
জীবনমুখী প্রেরণা।
শ্রমজীবী মানুষের শোষণে মুক্তি
মুক্তিযুদ্ধের অঙ্গীকার,
শ্রম বৈষম্যের নিদারুণ শিকারে
শ্রমিকের জীবন নির্বিকার।
শ্রমিকের শ্রমে, শ্রমিকের ঘামে
অনেক এগিয়েছে দেশ,
স্বাধীন বাংলার শ্রমিকের ঘরে
আসুক স্বস্তির রেশ।
শ্রমিকের শ্রমে ভালো থাকা সবার
শ্রমিকের জয়ে জয়,
শ্রমিকের শ্রমের ন্যায্য অধিকারে
নয় কোনো সংশয়।
নিরাপদ হওয়া চাই শ্রমজীবীদের
কর্মের পরিবেশ,
সুস্থ থাকুক সব মেহনতী মানুষ
উন্নত হোক দেশ।