চট্টগ্রাম হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি নোয়াব আলী ভূঁইয়া (৭৫) গত বুধবার রাত ৯টায় সেনবাগ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি সহধর্মীনি, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম শ্রম আদালতের সদস্য এ এম নাজিম উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, এম আর মঞ্জু, মো. রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। প্রসঙ্গত, মরহুম শ্রমিকনেতা নোয়াব আলী ভূঁইয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম কারফিউ ভঙ্গকারী হিসেবে সমধিক পরিচিত। প্রেস বিজ্ঞপ্তি।