শ্রমিকদের অসন্তোষ দূর করে অর্থনীতির চাকা সচল করতে হবে

সার্কিট হাউসে শ্রম ও কর্মসংস্থান সচিব

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থানের ডিআইএফই ও ডিওএলএর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামানের মতবিনিময় সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন ১ম শ্রম আদালত চট্টগ্রামের চেয়ারম্যান নুরুল ইসলাম, ২য় শ্রম আদালতের চেয়ারম্যান ড. জেবুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. গিয়াস উদ্দিন, শ্রম অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক মো. আবু আশরীফ মাহমুদ, চট্টগ্রাম বিভাগের শ্রম অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় সচিব বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের অসন্তোষ দূর করে অর্থনীতির চাকা সচল করতে হবে। এছাড়া সমপ্রতি সাক্ষরিত হওয়া মালিক ও শ্রমিকদের মধ্যে ১৮ দফা বাস্তবায়নে অধিদপ্তরের সকল কর্মকর্তাগণকে কাজ করতে হবে। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমেই আমাদের দেশ উন্নত হবে এজন্য আমাদের সকলের সম্মিলিত কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শিক্ষার্থীরাই পরিচালনা করবেন হলের ডাইনিং
পরবর্তী নিবন্ধফিশারিঘাটে মাছের ব্যবসায় মন্দাভাব