মো. কাউসার ফারুক
দেশে এমন এক অর্থব্যবস্থা বিদ্যমান মধ্যবিত্তরা ব্যাংক থেকে ঋণ নিলে নিজেরাই নিঃস্ব হয়ে যায় আর উচ্চবিত্তরা ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক নিজেই নিঃস্ব হয়ে যায়। এটিই দুর্বৃত্তায়নের অর্থনীতি, শিল্পপতিরা রাজনৈতিক দল দখল করে এইভাবেই দেশের সম্পদ লুট করে দেশকে গরীব বানিয়ে নিজেরা ধনী হয়, যার ফলে দেশের টাকা পাচার করে উন্নতদেশগুলোতে ধনীদের অট্টালিকা আর টাকার পাহাড় হচ্ছে, অন্যদিকে দেশে মুদ্রাস্ফীতি বাড়তে বাড়তে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
যারা শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চালায় শ্রমিক শ্রেণি তারাই আজ নি:স্ব হচ্ছে। এই রাজনৈতিক অর্থনীতি বুঝতে পারলেই আপনি একজন রাজনীতি সচেতন মানুষ।