শ্রমিক বিক্ষোভ, সিইপিজেডে প্যাসিফিক ক্যাজুয়েলস বন্ধ ঘোষণা

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্যাসিফিক ক্যাজুয়াল প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সিইপিজেডে কারখানাটির ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ ঘোষণা করা হয়।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আ. লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার