আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ গত বৃহষ্পতিবাব বিকালে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম রাঙ্গুনিয়া প্রেস ক্লাব একাদশ। খেলায় দুই দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট এই খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র হয় তবে দ্বিতীয়ার্ধে একেবারে শেষ মুহূর্তে এসে এক গোলে এগিয়ে যায় উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ। শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে জয় লাভ করে তারা। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন লক্ষীপুর কমলনগর উপজেলার ইউএনও মো. রাহাতুজ্জামান, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. ওমর আলী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরমান আজীজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, সদস্য মো. ইকবাল, তাহনিয়াজ মোরশেদ তোহা প্রমুখ। এতে উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, ক্রীড়া সংস্থা’র সদস্যবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্বসহ প্রিন্ট ও ইলেকট্রনিঙ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। খেলার মিডিয়া পার্টনার পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা। খেলায় বিপুল দর্শক সমাগম হয়।