হাঁটু মুড়ে আর নয়, নয় নিঃশব্দে
মেনে নিবো অনাচার অবিচার
চাই সব ন্যায্য শ্রমিকের প্রাপ্য
গুণে গুণে নেব সব অধিকার।
গেছে সেই দিন গেছে মুখ্যতা শ্রমিকের
অধিকার সচেতন সকলে
মালিকের গোলামী আর নয় আর নয়
নতুনের ডাক শোন ফসলে।
হাতুড়ি ও কাস্তে, উঠলো গর্জে
তাপে পোড়া চামড়া বাকলে
শ্রম হবে পণ্য, বিকাবো বাজারে
ষোল আনা মূল্যে সকলে।
বেঁধে দেয়া সময়ে কাজ হবে নিয়মে
সময়টা রেখ আট ঘন্টা
অধিক কাজের চাই দ্বিগুণ মূল্য ভাই
ঠকাবে? করো না অপচেষ্টা।
শ্রমিকের শত শ্রম অমিতবিক্রম
তাকে দাও প্রাপ্য সম্মান
শ্রমে ঘামে ঘোরে চাকা তোমাদের বাড়ে টাকা
শ্রমিক সইবে কেন অপমান।
মালিকের শত চোখ করে কি পরোখ
কারা তুলে পুঞ্জীভূত ননী
কার দেনমন খাটে সুখ নিদ্রা ছেড়ে মাঠে
দিনরাত চালায় কে খনি।
মালিক শ্রমিক এসে দাঁড়ালে দুজন পাশে
হাতে হাত কাঁধে কাঁধ হয় প্রাণ
উন্নয়ন ঠেকায় কে ছোঁবে আকাশ সে
দেশ গাইবে মানবতার গান।