শ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তর হবে

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এদেশের মানুষের ১০ দফা দাবি উত্থাপন করেছে। এই দাবি উত্থাপন করার পর দেশপ্রেমিক জনগণ সেগুলোকে সমর্থন করেছে। এই দাবি আদায়ে আমরা যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে অতীতে বিভাগীয় গণসমাবেশগুলো চট্টগ্রাম থেকে সফলভাবে শেষ হয়েছিল। তেমনিভাবে আগামী ১৬ জুলাই দেশ বাঁচাতে মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তর হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৬ জুলাই কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং সেই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানই বিএনপির একমাত্র লক্ষ্য। এ লক্ষ্যে আগামীতে সরকার হটানোর যে আন্দোলন হবে সেটা হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, বদরুল খায়ের চৌধুরী, এম মঞ্জুর উদ্দীন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, আজিজুল হক, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, এড. ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হাজী মো. রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, এহসানুল মাওলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, এস এম সলিম উদ্দীন খোকন, মোহাম্মদ শাহজাহান, গাজী আবু তাহের, হাজী মো. ওসমান, ডা. ফয়সাল, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মো. শাহাজান চেয়ারম্যান, তৌহিদুল আলম, এড. শওকত উছমান, শফিকুল ইসলাম, ডা. মহসিন খাঁন তরুন, মো. সোলাইমান, জমির উদ্দীন চৌধুরী মানিক, মো. মহসিন, উম্মে মিজান চৌধুরী শামীমা, ফাতেমা আক্তার মুন্নি, শারাবান তাহুরা, হালিমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণশক্তি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে ব্যারিস্টার মনোয়ারের মতো অন্যদেরও এগিয়ে আসতে হবে