শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের কর্মী সভা

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

বন্দর ফকিরহাটস্থ দলীয় কার্যালয়ে গতকাল শনিবার এক কর্মী সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ। সভায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বার্থ ও টার্মিনালে ঢালাওভাবে বেসরকারিকরণ বন্ধের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা, বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিক কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান এবং বন্দর দিবস উপলক্ষে বন্দর শ্রম শাখার অন্তর্ভূক্ত শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে উৎসাহ ভাতা প্রদানের আহবান জানান। মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তসলিম হোসেন সেলিম, আবুল কাসেম, আতাউর রহমান, মো. হাছান, আকতার হোসেন, হুমায়ুন কবির ফারুক, মো. ইমতিয়াজ, কাজী বাবুল, আল ফারুক, মো. সিরাজ, মাহবুল বাবুল, ভাসানী নুরুল আফছার পাখি, মো. আলম, মো. সেকান্দর, মো. দুলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) উরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধচকরিয়া আদর্শ শিক্ষক কাউন্সিলের সভা