চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতৃবৃন্দের সাথে শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্তের মত বিনিময় গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ–বিলস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম স্কপের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছিউদ্দোলা, ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, জাহেদ উদ্দিন শাহিন প্রমুখ।
সভায়, শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত কমিশন গঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, এই কমিশনের অন্যতম কাজ হচ্ছে শ্রমিকের অধিকার ও বঞ্চনার বিষয়গুলো চিহ্নিত করে তা নিরসনকল্পে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করা। চট্টগ্রাম স্কপের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রম সেক্টরের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা জানান, শ্রম আদালতে শ্রমিকেরা বিচার চাইতে গিয়ে অবিচারের শিকার হয় সবচেয়ে বেশি। তারা শ্রম আদালতকে সক্রিয় করে শ্রমিকরা যাতে হয়রানি না হয় সেই ব্যাপারে সুপারিশ প্রণয়নের আহ্বান জানান। তারা সরকারী দপ্তর তথা শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম শিল্প সম্পর্ক শিক্ষায়তনসহ লোকবল সংকট দূর করে প্রতিষ্ঠান সমূহকে আধুনিক, যুগোপোগী এবং শ্রমিক বান্ধব করার ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।