শ্রমজীবীদের জন্য মোবাশ্বিরা ফাউন্ডেশনের বিশেষ কার্যক্রম

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ১৫ টাকায় প্রায় ৬শ’ টাকার বাজার কার্যক্রম চালু হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৩ আগস্ট পূর্ব নাসিরাবাদস্থ একটি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ কার্যক্রমে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আটা, মুরগি, আলু, লাউ, মিষ্টিকুমড়া, ডিমসহ ১১ ধরনের পণ্য থেকে ১৫ টাকায় পছন্দমতো পণ্য কেনার সুযোগ পায় ২শ’ নিম্নআয়ের পরিবার। প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিবো আমরা। আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কন্যার নামে এ উদ্যোগ গ্রহণ করেছেন। সভায় প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন বাচ্চু এমপি। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ২শ’ শ্রমজীবী পরিবারকে ১৫ টাকায় বাজার প্রদান করছি। তিনি ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন। আনিসুর রহমান মানিক ও এস এম কায়েসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, মহানগর আ’লীগের উপদেষ্টা শফর আলী। অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের বিপদে পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : মেয়র
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন