শ্রমজীবী মানুষের নিরাপত্তা বিধানে কাজ করছে সরকার : সুজন

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, সরকার দেশের শ্রমজীবী জনগোষ্ঠীর পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বিধান সহ দেশের প্রচলিত শ্রম আইন এবং শ্রমিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি গত সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্‌স আয়োজিত ২ দিনব্যাপী ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা/ উপকরণ প্রর্দশনীর ২০২০’ সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্‌স-এলআরএসসি-র চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় ও বিভিন্ন কর্ম-অধিবেশনে বক্তব্য রাখেন বিল্‌স এলআরএসসি-র পরিচালনা কমিটির সদস্য তপন দত্ত, শ্রমিক লীগের শফি বাঙালি, মুক্ত শ্রমিক ফেডারেশনের নুরুল আবছার, শ্রমিক দলের শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, বিল্‌স-এর সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য, রিজওয়ানুর রহমান খান, এ্যসিসটেন্ট প্রোগ্রাম অফিসার ফজলুল করিম মিন্টু, মহিলা শ্রমিক দল সভানেত্রী শাহেনেওয়াজ চৌধুরী, শ্রমিকনেতা উজ্জ্বল বিশ্বাস, আব্দুর রহিম, তামান্না বিনতে আজাদ, এ্যাডভোকেট ইকবাল হোসেন, জুবিদুন্নাহার জুলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের সাথে এটমিক এনার্জি কমিশনের সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধসলিডারিটি লায়ন্স ও লিও ক্লাবের শীতবস্ত্র বিতরণ