বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি এবং শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইমলামীর নেতাকর্মীরা দীর্ঘ সময় ফ্যাসিস্ট হাসিনার জুলুমের শিকার হয়েছে। তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। আগামীতে জামায়াতে ইসলামীর যেকোনো কর্মসূচীতে পাশে থাকার আহ্বান জানান তিনি। সানোয়ারা আবাসিক ইউনিটে চান্দগাঁও থানা সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউনিট সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ডের আমীর মো. ওমর গনি, মনসা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, চান্দগাঁও মধ্যম ওয়ার্ডের সভাপতি নুরুল আবছার, পুরাতন চান্দগাঁও ওয়ার্ড সভাপতি ইলিয়াছ হানিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।