মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির এক সভা সমপ্রতি একাডেমির সভাপতি বিপ্লব দে পার্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন জেকির সঞ্চালনায় একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শোভনীয়া একাডেমির ফুটবল কমিটি গঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাশফি এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যানকে চেয়ারম্যান ও মেসার্স আর এস বি ট্রেডিংর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদকে সম্পাদক এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ ওমর ফারুককে ম্যানেজার করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, নুর খাঁন,সালাউদ্দীন জুয়েল, আব্দুল মান্নান, বাপ্পী আহমেদ, ইয়াছির আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্না, আব্দুল মোনাফ টুটুল, আশরাফুল ইসলাম রাজীব,ইউনুস মিয়া জুয়েল, সদস্য নুর জাহেদ বাবলু, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ রবিন, মো. আরমান খান, সাইমন আহমেদ সাহেদ।












